English

29.9 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

মির্জাপুর’ সিরিজ থেকে সিনেমা, থাকছেন হৃতিক?

- Advertisements -

নাসিম রুমি: এই মুহূর্তে ওটিটি সিরিজের সম্ভবত অন্যতম জনপ্রিয় চরিত্র মির্জাপুরের ‘কালীন ভাইয়া’। কথায় কথায় মুখ খারাপ করা, সোজা কথা সটান মুখের উপর বলে দেওয়া ‘কালীন ভাইয়া’ ওরফে অখণ্ডানন্দ সত্যানন্দ ত্রিপাঠী। চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

এবার নাকি এই সিরিজের গল্প নিয়ে তৈরি হবে ছবি এবং তা বড় পর্দায় মুক্তি পাবে। খবর, সেখানে নাকি ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন!

‘মির্জাপুর’ সিরিজের কালীন ভাইয়া চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে চরিত্রের ব্যঙ্গচিত্রে একটা সময় ছেয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। রাজনৈতিক হোক বা সামাজিক যেকোনও ক্ষেত্রের ‘ভিলেন’দের ধমক-ধামক দিতে ‘কালীন ভাই’-এর মুখের সঙ্গে জুড়ে দেওয়া সংলাপই ছিল সেরা পছন্দ।

‘মির্জাপুর’ অ্যাকশন ক্রাইম থ্রিলার স্ট্রিমিং টেলিভিশন সিরিজ যা অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য তৈরি করা হয়। এর প্রথম সিজন মুক্তি পায় ২০১৮ সালে। প্রথম সিজনে তুমুল সাড়ার পর এর দ্বিতীয় সিজন এবং সর্বশেষ চলতি বছরের ৫ জুলাই মুক্তি পায় এর তৃতীয় সিজন। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, দিব্যেন্দু শর্মা, বিক্রান্ত ম্যাসি, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠী, বিজয় ভার্মা, ইশা তলওয়ার প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lmgk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন