English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

মুক্তির আগেই কত কোটি টাকার ব্যবসা করল সালমান খানের সিকান্দার?

- Advertisements -

নাসিম রুমি: ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনও অ্যাকশন অবতারে কখনও রোম্যান্টিক হিরোর বেশে ষাটের সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিলেন সলমন খান।

মঙ্গলবারই ‘সিকন্দর’-এর অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ। শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ২.১৩কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ভাইজানের ছবি। অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকন্দর’ ৫ কোটি টাকার বেশি আয় করেছে। গোটা ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকন্দর’।

সেন্সর বোর্ডের কাঁচিতেও খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র। সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।

২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। তাঁদের অনুমান, পয়লা দিনেই ৫০ কোটির গণ্ডি পেরবে সলমন খানের ‘সিকন্দর’। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘ব্লকবাস্টার হবেই’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/02vi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন