English

34.7 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

মৃত্যু নিয়ে পুনমের তামাশা: ক্ষুব্ধ বলিউড তারকারা

- Advertisements -

বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। গত শুক্রবার জরায়ুমুখের ক্যানসারে পুনমের মৃত্যু হয়েছে বলে জানায় তারই টিমের সদস্যরা। ইন্ডিয়া টিভি, টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮-এর মতো ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এ খবর প্রকাশ করে। মুহূর্তের মধ্যেই বলিউডে শোকের ছায়া নেমে আসে।

ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমও পুনমের মৃত্যুর খবর প্রকাশ করে। কিন্তু শনিবার বিশ্ববাসীকে অবাক করে দিয়ে ইনস্টাগ্রাম লাইভে এসে পুনম জানান, তিনি বেঁচে আছেন। ভুয়া খবরটি পরিকল্পিতভাবে ছড়িয়েছেন। মূলত, জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তার এই স্টান্টবাজি।

পুনমের কাণ্ডজ্ঞানহীন এই আচরণে হতবাক তার ভক্ত ও বলিউড তারকারা। পুনম বেঁচে থাকার খবর জানানোর পরই চটেছেন বলিউডের অনেক তারকা-নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অনেকেই ক্ষোভ ঝেরেছেন।

বলিউড অভিনেত্রী বিপাশা বসু লেখেন, ‘নিষ্ঠুর এই আচরণ সীমা ছাড়িয়ে গেছে। শুধু এই ব্যক্তি (পুনম) নন, পিআর (জনসংযোগ) টিমের লজ্জা হওয়া উচিত।’

পুনমের মৃত্যুর খবর শোনে খুবই মর্মাহত হয়েছিলেন অভিনেত্রী পূজা ভাট। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। পুনমের বেঁচে থাকার খবর জানার পর আরেকটি পোস্টে এ নির্মাতা বলেন, ‘আমি কখনো আমার টুইটটি (প্রথম স্ট্যাটাস) ডিলিট করব না। জরায়ুমুখের ক্যানসারে পুনমের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছিলাম। কেন করেছিলাম? কারণ পুনমের টিম ডিজিটাল মাধ্যমে খবরটি প্রকাশ করেছিল। যারা ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছে, তাদের জন্য এটি অসম্মানের ও ক্ষতিকর।’

অভিনেতা আলী গনি লেখেন, ‘সস্তা পাবলিসিটি স্টান্ট ছাড়া এটি আর কিছুই না।আপনারা কি এটিকে মজা মনে করেন? তোমাকে এবং তোমার পিআর টিমকে বয়কট করা উচিত। কসম আমি এটি করব। সমস্ত মিডিয়া পোর্টাল এবং আমরা এটিকে বিশ্বাস করেছিলাম। এটি আমাদের লজ্জা।’

অভিনেত্রী আরতি সিং লেখেন, ‘অসহ্য। এটি সচেতনতা নয়। আমি যখন জন্মগ্রহণ করি, তখন মাকে হারিয়েছি। মায়ের ক্যানসার হয়েছিল। বাবাও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি কোনোভাবে মানা যায় না। আপনি সবার আবেগ নিয়ে খেলেছেন। এটি লজ্জাজনক ও মর্মান্তিক। মানুষ এতটাও নিচে নামতে পারে!’

বলিউড তারকা, নেটিজেন ও সংগঠনের তোপের মুখে আরো কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন পুনম পাণ্ডে। তাতে ক্ষমা প্রার্থনা করেছেন এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sfnw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন