English

26 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
- Advertisement -

মেহজাবীনকে নিয়ে নতুন খবর দিলেন প্রীতম

- Advertisements -

নাসিম রুমি: প্রীতম হাসান মানেই বিশেষ কিছু। সে হোক গান, হোক অভিনয়। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে। তবে এবারের বিষয়টি একটি বেশিই বিশেষ। কারণ, প্রথমবার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, ২৯জানুয়ারি অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন তিনি।

প্রীতম হাসান জানান, শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’–এ যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি সিরিজটির শুটিংও শুরু করেছেন প্রীতম।

‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট। গল্পটা ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি। আশাকরি ভালো কিছু হবে।’

অন্যদিকে মেহজাবীন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে–শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। আবার হয়তো নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন অভিনেত্রী। তাইতো চুক্তিবদ্ধ হয়েছেন সিরিজে।

মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিৎ হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।

শিহাব শাহীন প্রথম থেকেই ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’, ‘অ্যালেন স্বপন’ এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমকে দিয়ে আসছেন। এবার তিনি নিয়ে আসছেন ‘ক্যাকটাস’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycbv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন