একক গানে নিয়মিত থাকলেও দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন মনির খান। অবশেষে সেই বিরতি ভাঙলেন তিনি। কণ্ঠ দিলেন ‘যন্ত্রণার আগুন’ সিনেমার দুটি গানে। এর সংগীত করেছেন বাবলুর রহমান। আর সিনেমাটি নির্মাণ করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
সিনেমার গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’
গানের ভুবনে পরিচিত মুখ মনির খান। ১৯৯৬ সালে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। যা দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন তিনি। তার একক অ্যালবাম ৪২টি, দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা ৩০০টির বেশি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এখন ইউটিউবে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি।