English

31 C
Dhaka
রবিবার, মে ২৮, ২০২৩
- Advertisement -

যারা আমাকে খারাপ বলছেন, তাদের যেন ভালো বলতে পারি: ইধিকা

- Advertisements -

নাসিম রুমি: শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকার ভূমিকায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। তবে শাকিবের বিপরীতে ইধিকাকে দেখতে নারাজ অনুরাগীদের অনেকেই। এ নিয়ে চলছে বিতর্ক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। জানালেন, যারা তাকে খারাপ বলছেন তাদের যেন ভালো বলতে পারেন ইধিকা।

Advertisements

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে ইধিকা বলেন, “ভালো খারাপ মিশিয়ে সবটা। মানুষ যেমন প্রশংসা করবেন, তেমনই আবার নিন্দাও করবেন। তাই সবটাই আমাকে গ্রহণ করতে হবে। আমি এসব নিয়ে ভাবছি না। কারও খারাপ লাগলে সেটা বলছে। আমি জানি আমাকে কাজ করতে হবে। তাই কাজে মন দেওয়ারই চেষ্টা করছি।

আর চেষ্টা করছি যারা আমাকে খারাপ বলছেন, তাদের যেন ভালো বলাতে পারি”শাকিবের বিপরীতে ইধিকাকে মনে ধরেনি জনপ্রিয় অভিনেতা ওমর সানিরও। তাই সমালোচনায় পরোক্ষভাবে যুক্ত হয়েছেন তিনি।

Advertisements

সামাজিক মাধ্যমে তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি; যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা! এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’ ইধিকার এ বক্তব্যে যেন এ নায়কও জবাব পেয়ে গেলন।

ইধিকা বলেন বাংলাদেশে এসে আমি খুবই আনন্দিত। আরও আরও আনন্দিত সুপার ষ্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন