ভাই অনিল দেবগনের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ভাইয়ের মৃত্যুর খবর জানান অজয়। দেবগন পরিবারের দুঃসময়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন কাজল।
বলিউডের বাঙালি অভিনেত্রী কাজল জানান, দুর্গাপূজার উৎসবে এবার শামিল হবেন না তাঁরা- অর্থাৎ দেবগন পরিবার। দুর্গা মা তাদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তার আশীর্বাদ আরো বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।
প্রসংগত প্রেম প্রকাশ দেবগনের ছেলে হলেন অনিল দেবগন। গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগনের। এরপর মঙ্গলবার কাজিন অনিল দেবগনের মৃত্যুর খবর প্রকাশ করেন অজয়। মাত্র ৪৫-এই চলে যান তিনি। ফলে কভিড পরিস্থিতিতে ৫ অক্টোবর যেন আরো এক দফা দুঃসংবাদ বয়ে নিয়ে আসে দেবগন পরিবারের জন্য।
রাজু চাচা, ব্ল্যাকমেইলসহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগন। ১৯৯৬ সালে জিত-এ সহকারী পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন অনিল দেবগন। এরপর ২০১২ সালে সন অব সর্দারে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন। ওই সিনেমায় অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোনাক্ষী সিনহা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vlwx
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন