English

28 C
Dhaka
শুক্রবার, জুন ৯, ২০২৩
- Advertisement -

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

- Advertisements -

২০১৬ সালে আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ দিয়ে দারুণ আলোচনায় আসেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এরপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। বিদায়ী বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এই তারকার সবশেষ সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’। সিনেমাটিতে বাহারি রঙের শাড়িতে দেখা মেলে তার।

Advertisements

সম্প্রতি অভিনয়ের বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সেখানে তিনি বলেন, ‘সেসময় দিল্লির কলেজে পড়তাম। পড়া শেষে বাড়ি ফিরছিলাম মেট্রোরেলে চড়ে। ভিড়ের মধ্যেই কয়েকজন ছেলে কুমন্তব্য করতে থাকেন। অশালীনভাবে গায়ে হাত দেয়। কিন্তু যাত্রীদের কেউ সেসময় সাহায্য করেননি। সেসময় খুব ভয় পেয়ে গিয়েছিলাম।

Advertisements

তিনি আরও বলেন, পরে স্টেশনে আসতেই মেট্রো থেকে নেমে যাই। কিন্তু সেই বখাটেরা পিছু ছাড়েনি। ঘটনাচক্রে স্টেশনেও প্রচুর ভিড় ছিল। সেই ভিড়ের সুযোগ নিয়ে তাদের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলাম। শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ি। এরপর সেখান থেকে বাবাকে ফোন করে নিয়ে যেতে বলি। এই দৃশ্য এখনও আমার চোখে ভাসে। ভুলতে পারি না।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু হওয়ার পর ‘পটাকা’, ‘বাধাই হো’, ‘লুডো’র মতো সিনেমাতে নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তার অভিনীত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’, ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন