English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

রাজনীতিতে ফিরছেন মনির খান

- Advertisements -
জনপ্রিয় গায়ক মনির খান। সারা দেশজুড়ে রযেছে তার শ্রোতা। পাশাপাশি কিছুদিন আগেও সক্রিয় ছিলেন রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি।
তারপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন। সেটা অবশ্য ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে। ওই সময় বলেছিলেন, ‘মন ভেঙে গেছে।’

 

তবে মনির খান ভক্তদের জন্য সুখবর হলো আবারও রাজনীতিতে ফিরছেন মনির খান।

গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিমান ভেঙেছে।

রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন, ‘একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচনকেন্দ্রিক।’

আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নে মনির খান বলেন, ‘অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে, তার সঙ্গেই মান-অভিমান করা যায়।

মায়ের সঙ্গে সন্তানের মান-অভিমান হয়। যেখানে ঘনিষ্ঠতা গভীর, সেখানেই মান-অভিমান হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায়। মোটকথা, আমি রাজনীতিতে ছিলাম, আছি এবং থাকব। আমি আমার দলের সঙ্গে আছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন মনির খান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rblh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন