তারপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন। সেটা অবশ্য ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে। ওই সময় বলেছিলেন, ‘মন ভেঙে গেছে।’
তবে মনির খান ভক্তদের জন্য সুখবর হলো আবারও রাজনীতিতে ফিরছেন মনির খান।
গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিমান ভেঙেছে।
রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন, ‘একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচনকেন্দ্রিক।’
আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নে মনির খান বলেন, ‘অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে, তার সঙ্গেই মান-অভিমান করা যায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rblh