English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

রাজনীতি করে জীবনধারণ করা কঠিন: কঙ্গনা

- Advertisements -

বলিউড অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাউত এবার রাজনীতি নিয়ে বেফাঁস মন্তব্য করে আবার শিরোনামে এলেন। মান্ডির এ সংসদ সদস্য রাজনীতিক নেতা হিসাবে এক বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এ সময়ে রাজনীতি নিয়ে মন্তব্য করে সবাইকে চমকে দিলেন এ অভিনেত্রী । সম্প্রতি এক সাক্ষাৎকারে যে কথা বলেন তিনি।

কঙ্গনা রানাউত বলেন, রাজনীতি করে যা উপার্জন হয়, তাতে জীবনধারণ করা ভীষণই কঠিন। একজন সংসদ সদস্য যে বেতন পান, তাতে তার সঠিক জীবনযাপনে অনেক সমস্যা আসতে বাধ্য। অভিনেত্রী বলেন, এই দেশে একজন সংসদ সদস্যকে যে বেতন দেওয়া হয়, তার থেকে বাড়ির সহকারীদের বেতন দেওয়ার পর ৫০-৬০ হাজার টাকার মতো হাতে থাকে। এরপর সেই টাকায় কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে গেলেও অনেক খরচ পড়ে যায়।

তিনি বলেন,  কারণ সেসব জায়গা অনেকটা দূরে। কোনো কোনো জায়গা তো প্রত্যন্ত অঞ্চলে। তাই রাজনীতি করার পাশাপাশি আপনাকে কোনো না কোনো পেশায় যুক্ত থাকতে হবে। আর অনেক সংসদ সদস্য রয়েছেন, যারা আইনজীবী কিংবা যাদের কোনো ব্যবসা রয়েছে।

কঙ্গনা আরও বলেন, রাজনীতি শখের পেশা। আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে আপনার জন্য রাজনীতি আর পেশা হিসাবে থাকবে না। পাশাপাশি আপনার সে ক্ষেত্রে একটি চাকরিরও প্রয়োজন পড়বে। তিনি বলেন, আপনি যদি একজন সৎমানুষ হন, তাহলে রাজনীতি করার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি চাকরি খুঁজতেই হবে ।

এর আগে এক সাক্ষাৎকারে এ সংসদ সদস্য বলেছিলেন, আমি বেশ বুঝতে পারছি— রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না— আমি এটা উপভোগ করছি। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনো দিন মানুষের সেবা করব বলে ভাবিনি।

অভিনেত্রী কঙ্গনার এমন মন্তব্যে অনেকেরই মনে হয়েছে, বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি নিয়ে সুর বদল করলেন এ রাজনীতিক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pxf3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন