English

24 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

রিমি সেন এখন কি করছেন?

- Advertisements -

নাসিম রুমি: ২০০০ সালের শুরুর দিকে আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন মুনমুন সেনের তনয়া রিমি সেন। এরপর একের পর এক ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’সহ আরও অনেক ছবিতে নিয়মিত দেখা গেছে তাকে। তবে হঠাৎ করেই রুপালি পর্দার আলো থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন রিমি সেন। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রিয়েল এস্টেট ব্যবসায়ী। দুবাইয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসা। এই পেশায় তাকে নতুন পরিচয়ে শিরোনামে তুলে এনেছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব, যা তাকে এই কঠিন প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সাহায্য করেছে।

দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবির কারণে রিমি সেনকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ান।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ তো আমাকে নিয়ে কথা বলছে। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি-এর বাইরে কিছুই না।’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আমার সাম্প্রতিক ছবিতে ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কেউ ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় এটা খারাপ হয়েছে, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়-আমি আমার ডাক্তারদের সেটা জানাব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i14m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন