English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- Advertisement -

রিসোর্ট ব্যবসা শুরু করেছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই চলচ্চিত্রে মার্শাল আর্টের প্রবর্তক ওস্তাদ জাহাঙ্গীর আলম কক্সবাজারে রিসোর্ট ব্যবসা শুরু করেছেন। কলাতলি থেকে মেরিন ড্রাইভের রাস্তায় ওস্তাদ জাহাঙ্গীর নামে এই রিসোর্ট নির্মিত হয়েছে। এটি দেখাশোনা করছেন, ওস্তাদ জাহাঙ্গীর আলম ও তার ছোটভাই। এছাড়াও তার স্ত্রী রাকাও এটির সঙ্গে যুক্ত হয়েছেন।

হঠাৎ করে হোটেল কিংবা রিসোর্ট ব্যবসায় কেন এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলছেন, ‘আমরা পারিবারিকভাবেই কক্সবাজারের মানুষ। চলচ্চিত্রে যুক্ত হবার কারণে ঢাকায় চলে গিয়েছি। কিন্তু এখন মনে হলো কক্সবাজারে কিছু একটা করা দরকার। এই চিন্তা থেকেও রিসোর্টের ব্যবসায় যুক্ত হয়েছি। বেশ আগেই এটা শুরু করলেও সেভাবে চালু করা হয়নি। নতুনভাবে এটা আবার শুরু করলাম।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এই রিসোর্টের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রয়েছেন আমার ছোট ভাই চিত্র পরিচালক এম রহিম। সাধারণ মানুষ ছাড়াও কক্সবাজারে চলচ্চিত্রের যারা আসে, তারা থাকে এখানেই। বলতে পারেন এটা এফডিসির কক্সবাজার শাখা। চলচ্চিত্র কিংবা মিডিয়ার মানুষজন এলে আমাদের এখানে থাকবে তাদের জন্য থাকবে বিশেষ ছাড়।’

রিসোর্টের সিইও হিসেবে নিযুক্ত থাকা জাহাঙ্গীর আলমের ছোট ভাই এম এ রহিম বলেন, ‘অত্যাধুনিক মানের জিমসহ এখানে সকল সুবিধা রয়েছে। আর এখান থেকে সমুদ্র সৈকতও কাছেই।’ শুটিংয়ের জন্য গেলে এখান থেকে বাড়তি সুবিধাও পাওয়া যাবে বলেও জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন