English

26 C
Dhaka
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
- Advertisement -

লালনের আখড়ায় যে কারণে গিয়েছিলেন চমক

- Advertisements -

নাসিম রুমি: খুব জাঁকজমকভাবে এবার আয়োজিত হলো বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। সে উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে বরাবরের মতো বসে লালন মেলা। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লালন ভক্তরা এই মিলনমেলায় শামিল হন। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।

গত কয়েকদিন ধরে লালনের আখড়া থেকে চমকের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে সম্পূর্ণ লালন ভক্তের বেশে, সাদা শাড়িতেই দেখা যায়। তবে অভিনেত্রী নিজে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে প্রথমবারের মতো এই লালন মেলা ভ্রমণ নিয়ে একটি চমকপ্রদ ভিডিও প্রকাশ করলেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার রাতে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই।

সেই কথা মতোই কাজ হলো এবার। ফেসবুকে তিনি ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে উঠে এসেছে লোকসংগীতের এই আখড়াবাড়ি এবং লালন শাহের জীবন-দর্শন সম্পর্কে নানা তথ্য।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী চমক নিজের সাজ আশাকে লালন মেলায় লোকসংস্কৃতির আবহকে ফুটিয়ে তুলেছেন। সাদা শাড়ির সাথে মানানসই একটি রঙিন গামছা গায়ে জড়িয়েছেন। তার খোঁপায় হলুদ গাঁদা ফুলের মালা জড়ানো, হাতে রয়েছে বিভিন্ন ধরনের বালা, গলায় একাধিক পুঁতির মালা।

তার ঐতিহ্যবাহী এই সাজের সাথে তাল মিলিয়ে তিনি হাতে ধরেছিলেন বাউলের প্রতীক ‘একতারা’। ভিডিওর একটি অংশে তাকে এক লালন ভক্তের পাশে বসে একতারা হাতে গান গাইতেও দেখা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iwsv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন