English

31 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা, এফডিসিতে ফারুকের জানাজা

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবে তার মরদেহ।

Advertisements

সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নীপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।

মফিজুর রহমান খান জানান, ফারুকের মরদেহ সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে। বেলা ১১টায় জাতীয় শহীদ মিনার সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেওয়া হবে। বাদ যোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনের শ্রদ্ধা জ্ঞাপন করবেন ও সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান-২ আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ফারুকের বাবার কবর, এর পাশেই দাফন হবে ফারুকের।

Advertisements

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়ি সর্বশেষ (চতুর্থ) নামাজে জানাজা সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে নামাজে জানাজা শেষে সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত করা হবে।

মৃত্যুকালে ফারুকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন