English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

শাহরুখের অন্যতম সেরা ১০ নায়িকা

- Advertisements -

নাসিম রুমি: সিনেমার পর্দায় বলিউডের বাদশাহ, রোমান্সের কিং শাহরুখ খানের নায়িকা তো হয়েছেন অনেকেই। তবে কজনই বা তার সঙ্গে জুটি হিসেবে নিজেকে মেলে ধরতে পেরেছেন? দেখে নেওয়া যাক এ সুপারস্টারের অন্যতম সেরা ১০ নায়িকাকে, যাদের ভালোবেসে দর্শক মনে জায়গা দিয়েছেন।

জুহি চাওলা

বলিউডের বাদশাহর ‘লাকি ম্যাসকট’ নায়িকাদের মধ্যে অন্যতম জুহি চাওলা। পর্দায় তাদের রসায়ন দর্শকও বেশ পছন্দ করেন। শুধু অভিনয় জগতেই নয়, ব্যক্তিগত জীবনেও ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক শাহরুখ ও জুহির। একসঙ্গে কাজ করেছেন,‘ডর’, ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’, ‘ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ও ‘ভূতনাথ’-এর মতো অসংখ্য হিট সিনেমাতে।

রানি মুখার্জি

কিং খানের অপর জনপ্রিয় এবং সফল সিনেমার নায়িকা রানি মুখার্জি। একসঙ্গে করেছেন বহু সিনেমা। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সিনেমা। ‘বীর জারা’ সিনেমাও ছিলেন রানি, যদিও নায়িকার চরিত্রে নয়। এছাড়া ‘কাভি আলবিদা না কেহেনা’ তাদের অন্যতম চর্চিত সিনেমা।

প্রীতি জিন্টা

বলা হয় শাহরুখের ‘লাকি ম্যাসকট’ ট্রায়োর তৃতীয় নায়িকার নাম প্রীতি জিন্টা। একসঙ্গে তারা পর্দায় এলেই বক্স অফিসে ঝড় ওঠত। ‘কাল হো না হো’, ‘বীর জারা’ বা ‘কাভি আলবিদা না কেহেনা’-এর উদাহরণ তো রয়েছেই সামনে। ‘দিওয়ানগি দিওয়ানগি’ ও ‘ফির মিলেঙ্গে চালতে চালতে’ গানে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল প্রীতিকে।

মাধুরী দীক্ষিত

বলিউড বাদশার আরেক সফল নায়িকার নাম মাধুরী দীক্ষিত। ‘দিল তো পাগাল হ্যায়’-সিনেমার এ জুটিকে কার না মনে আছে? একসঙ্গে তাদের পাঁচটি সিনেমা রয়েছে। ‘আঞ্জাম’, ‘কোয়েলা’, ‘হাম তুমহারে হ্যায় সানাম’, ‘দেবদাস’ ও ‘দিল তো পাগাল হ্যায়’।

প্রিয়াঙ্কা চোপড়া

ডনের ‘জংলি বিল্লি’ নিঃসন্দেহে কিং খান অনুরাগীদের অপর প্রিয় জুটি। তাদের একসঙ্গে ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমাকে সাদরে গ্রহণ করেছেন দর্শক। অভিনেতার ‘ওম শান্তি ওম’ ও ‘বিল্লু’ সিনেমাতে ক্যামিও করেছেন পিগি চপস। তাদের রসায়ন এমনই ঝড় তোলে যে, একসময় বলিউডে কিং খান ও প্রিয়াঙ্কার প্রেমের গুজবও শোনা গিয়েছিল।

আনুশকা শার্মা

বিরাট ঘরনী বলিউডে পা রেখেছিলেন কিং খানের হাত ধরে। ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমাতে বেশ নজর কাড়ে এ জুটি। এরপর তারা একসঙ্গে ‘যাব তাক হ্যায় জান’ সিনেমাতে কাজ করেন, তবে সেখানে মূল নায়িকা আনুশকা ছিলেন না। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ২০১৭ সালে ফের তারা ‘যাব হ্যারি মেট সেজল’ সিনেমাতে জুটি বাঁধেন। কাজ করেছেন ‘জিরো’ সিনেমাতেও।

ঐশ্বরিয়া রাই

‘মহব্বতে’ সিনেমার প্রেমে পড়েননি এমন কোনো ফ্যান খুঁজে পাওয়া যাবে না। ‘যোশ’ সিনেমাতে ভাই-বোনের চরিত্রে দেখা গেছে তাদের। তবে এরপর ‘দেবদাস’-এর ‘পার্বতী’ হোক বা সাবার ‘তাহির’, শাহরুখ-ঐশ্বর্যের জুটি বাঁধ ভেঙেছে বারবার। ‘হাম তুমহারে হ্যায় সানাম’ সিনেমাতে ক্যামিও করেছিলেন ঐশ্বরিয়া।

দীপিকা পাড়ুকোন

বলিউডে কিং খানের হাত ধরেই পা রেখেছিলেন দীপিকা। প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ ঝড় তোলে সর্বত্র। দুই তারকাই সেই সিনেমাতে দ্বৈত চরিত্রে কাজ করেন। তাদের রসায়ন দর্শক বেশ পছন্দও করেন। ‘বিল্লু’ সিনেমাতে ক্যামিও করেন দীপিকা। এছাড়া তাদের ‘চেন্নাই এক্সপ্রেস’ হোক, ‘হ্যাপি নিউ ইয়ার’ সর্বত্রই ভালোবাসা ছড়ান তারা। চলতি বছরে মুক্তি প্রাপ্ত ‘পাঠান’ তো বটেই, ‘জওয়ান’ সিনেমাতেও ক্যামিও করেছেন তিনি।

কারিনা কাপূর খান

বলিউডের ‘বেবো’ ও কিং খানের জুটিও বেশ পছন্দ করেন দর্শক। একসঙ্গে তাদের ‘অশোকা’ সিনেমা আজও দর্শকের মনে টাটকা। এরপর তাদের একসঙ্গে দেখা যায় কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘রা ওয়ান’ সিনেমাতে। ‘ছাম্মক ছাল্লো’ মনে পড়ে? ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমাতেও ছোট চরিত্রে দেখা যায় করিনাকে। এছাড়া ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার শালি-জামাইবাবু জুটি দর্শকের পছন্দের তো বটেই।

কাজল

শ্রেষ্ঠটা সবসময়েই শেষ পাতে থাকে! কিং খানের নায়িকাদের কথা হবে আর সেই তালিকায় কাজল থাকবেন না তা কি করে সম্ভব? ‘রাহুল-অঞ্জলি’র জুটি হোক বা ‘মন্দিরা-রিজওয়ান’, সবার মতে শাহরুখ-কাজল জুটি সবার সেরা। একসঙ্গে তাদের অসংখ্য সিনেমা, প্রত্যেকটিই হিট! ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে শুরু করে ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’, সর্বত্র এ তারকা জুটির রসায়ন মন জয় করেছে দর্শকদের। এছাড়া কিং খানের বিভিন্ন সিনেমাতে ক্যামিও করেছেন কাজল। এমনকি ব্যক্তিগত জীবনেও তারা খুব ভালো বন্ধু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nw0w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন