English

27 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

শাহরুখের ‘কিং’: এক দৃশ্যে ব্যয় ৬৬ কোটি টাকা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কিছু দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। এবার জানা গেল, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের জন্য ব্যয় হয়েছে ৬৬ কোটি টাকার বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল অ্যাকশন সিনেমা ‘কিং’। আজীবন মনে রাখার মতো প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বস্ব উজার করে দিয়ে এটি নির্মাণ করছেন নির্মাতারা। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দৃশ্য ইউরোপে শুট করা হয়েছে। অ্যাকশ দৃশ্যটি সম্পন্ন করতে ১০ দিন সময় লেগেছে। এই শিডিউলে খরচ হয়েছে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ৪৭ লাখ টাকা)। অর্থাৎ প্রতিদিন শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা)।”

অ্যাকশন দৃশ্যটিতে পারফর্ম করেছেন অভিষেক বচ্চন। দৃশ্যটির জন্য একটি টিম আনা হয়েছিল। আর শুটিংয়ের সময়ে শাহরুখ উপস্থিত ছিলেন। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “শাহরুখ খান নিজেও পুরো অ্যাকশন সিক্যুয়েন্সটির তত্ত্বাবধান করেছেন। কারণ বড় পর্দার জন্য বিশাল কিছু তৈরি করার ধারণায় ভীষণভাবে আগ্রহী তিনি। ইউরোপের বাস্তব লোকেশনে দৃশ্যটি পরিকল্পনা করতেও সিদ্ধার্থ আনন্দকে সাহায্য করেছেন শাহরুখ। কেবল তাই নয়, বাস্তবায়নের ক্ষেত্রেও সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।”

‘কিং’ সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা), যা প্রিন্ট, প্রচার ও অন্যান্য খরচ বাদ দিয়ে নির্ধারিত হয়েছে।

বিশ্বমানে নির্মিত হচ্ছে ‘কিং’। এ বিষয়ে সূত্রটি বলেন, “কিং’ বিশ্বমানের চলচ্চিত্র, যা ভারতে তৈরি হচ্ছে। পশ্চিমা দুনিয়ায় যে কাজ করতে মিলিয়ন ডলার ব্যয় হয়, সিদ্ধার্থ আনন্দ সেটি ভারতের মাটিতে প্রায় এক-পঞ্চমাংশ খরচে তৈরির চেষ্টা করছেন। সিনেমাটিতে ছয়টি দুর্দান্ত অ্যাকশন দৃশ্য থাকবে, যার মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং বাকি তিনটি সেটে শুট করা হবে।”

‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী জুনে শেষ হবে। চলতি বছরের বড়দিনে এটি মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6zhq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন