English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩
- Advertisement -

শাহরুখের জন্মদিনে ওটিটিতে ‘জাওয়ান’!

- Advertisements -

নাসিম রুমি: বক্স অফিসের পর এবার ওটিটিতে ঝড় তুলতে আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’। ২ নভেম্বর শাহরুখ খান পা দিবে ৫৮ তে। সেদিনই ওটিটিতে প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পাব।

Advertisements

যদিও ভারতীয় সিনেমা মুক্তির ৮ সপ্তাহ পরই ওটিটিতে মুক্তি পায়। এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। সে হিসেবে অইদিনকেই বেঁছে নিতে পারেন ওটিটি প্ল্যাটফর্মটি। ওটিটিতে দর্শকের জন্য চমক রেখেছেন নির্মাতারা। সেখানে এই সিনেমার দৈর্ঘ্য বাড়বে আরও ২০ মিনিট। বড় পর্দায় যা দেখা যায় নি তা দর্শক দেখবে ওটিটিতে।

মুক্তির আগে থেকেই সিনেমাটির ওটিটি স্বত্ব কেনার জন্য লড়াই করছিলেন বেশ কয়েকটি ওটিটি জায়ান্ট। শেষ পর্যন্ত ২৫০ কোটি রুপিতে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে নেটফ্লিক্স।

Advertisements

যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি। এটিই বলিউড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ এবং ভারতীয় সিনেমায় দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে প্যান ইন্ডিয়া সিনেমা ‘কেজিএফ ২’ সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিও কিনেছিল ৩২০ কোটি রুপিতে।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। ঝড় তুলে বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। এখন অপেক্ষা ওটিটিতে ‘জাওয়ান’ ঝড়ের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন