ভক্তদের বাধভাঙা উন্মাদনা। এমনকী তার সিনেমার শুটিংও অদ্ভুত এক নজির গড়েছিল। বলিউড বাদশার এমন এক সিনেমা রয়েছে যার জন্য সেই সময় মুম্বাইয়ের শতাধিক বিয়ে পর্যন্ত বন্ধ ছিল! হ্যাঁ, অবাক করার মতো হলেও এই ঘটনা ঘটেছিল দুই দশক আগে।
২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক চলচ্চিত্র ‘দেবদাস’-এর শুটিংয়ের সময় ঘটে এমন ঘটনা।বিনোদ প্রধান আরো বলেন, “অনেকেই আমাকে বলেছিলেন—‘বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে শহরে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কোনও জেনারেটর বাকি ছিল না!”‘দেবদাস’ শাহরুখের ক্যারিয়ারের অন্যতম এক কালজয়ী সিনেমা হিসেবেই ধরা হয়। এর আগে দীলিপ কুমারও দেবদাস করেছিলেন তবে শাহরুখের দেবদাস চিরসবুজ হয়ে রয়েছে দর্শকদের মনে। সিনেমাটি মুক্তির পর বক্সঅফিসেও ঝড় তোলে। ৪৪ কোটি টাকা বাজেটের দেবদাস বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে।
সিনেমার বিশাল প্রোডাকশন স্কেল আর জমকালো সেটের জন্যই মুম্বাইয়ের একাধিক বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
‘দেবদাস’-এর সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেবদাস’-এর শুটিংয়ের জন্য মুম্বাইতে এক কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠার সেট তৈরি করা হয়েছিল।সেটটি এতটাই বিশাল ছিল যে প্রথম দেখাতেই আমরা চমকে গিয়েছিলাম। আমি আমার সহকারীদের বলেছিলাম সেটের একদম শেষ প্রান্তে গিয়ে একটা ১০০ ওয়াটের আলো লাগাতে। এরপর ধীরে ধীরে পুরো সেটটাকে আলোকিত করা হয়।’
তবে সমস্যা তৈরি হয় এখানেই। এত বড় সেট সাজানোর জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল, প্রায় সবই নিয়ে নেওয়া হয়েছিল ‘দেবদাস’-এর জন্য! ফলে শহরের অন্য কোথাও তখনকার মতো জেনারেটরের সংকট দেখা দেয়।যার কারণে বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tar6