English

26.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

শাহরুখের ‘ঝুমে জো পাঠান’ কি সবাইকে নাচাবে? নাকি আবার নতুন কোনও বিতর্ক?

- Advertisements -

নাসিম রুমি: নানা বিতর্কের মাঝেই মুক্তি পেল ‘পাঠান’ ছবির নতুন গান। শাহরুখ খান নিজেই এই ছবির দ্বিতীয় গান প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। গানটির নাম ‘ঝুমে জো পাঠান’। শাহরুখের সঙ্গে দীপিকাকেও দেখা যাবে এই গানে। ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে, এবার সেসব কিছুকে পিছনে ফেলে প্রকাশ্যে এল এই ছবির দুর্দান্ত একটি ডান্স নম্বর, ঝুমে জো পাঠান।

গানটির শ্যুটিং করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। দুই অভিনেতাকে একাধিক পোশাকে দেখা গিয়েছে এই গানে। বলাই বাহুল্য, প্রতিটা পোশাক, প্রতিটা সাজেই দর্শকদের মনে নতুন করে ঝড় তুললেন অভিনেত্রী। তাঁর হট-সিজলিং অবতার আরও একবার দেখা গেল এই গানে। আর বাদশাহ! তাঁকে নিয়ে কী বলি! এই গানে তাঁর লুকস, অ্যাটিটিউড দেখে তো বোঝাই মুশকিল যে তাঁর বয়স মাত্র ৫৭!

কয়েকজন জুনিয়র ডান্সারদের সঙ্গে দুই অভিনেতাকে বিভিন্ন লোকেশনে নাচতে দেখা যায় এই গানে। কখনও গাড়ির উপর, তো কখনও রাস্তায়, কখনও আবার কোনও বাড়ির ছাদে সুন্দরী দীপিকার সঙ্গে কোমর দোলালেন কিং খান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘ যখন আমরা এই গানটি নিয়ে পরিকল্পনা, আলোচনা করছি তখন থেকেই ঠিক করে নিয়েছিলেন এই গানটা আমি অরিজিৎ সিংকে দিয়েই গাওয়াব।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে ভারতের এক নম্বর গায়ক হলেন অরিজিৎ, আর তাঁর গলাতেই দেশের এক নম্বর চিরসবুজ তারকার এই গান গাওয়াতে চেয়েছিলাম। আর যা ভেবেছিলাম ঠিক তাই হল! অরিজিৎ ওর সুরের জাদু দিয়ে আরও একবার ম্যাজিক করে দিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r0y9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন