English

27 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
- Advertisement -

শাহরুখের পাশে কেউ নেই, সঞ্জয়ের ক্ষোভ

- Advertisements -
Advertisements
Advertisements

মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়া মামলার গ্রেফতার হয়ে হাজতে আছেন আরিয়ান খান। তার জামিনের অপেক্ষায় প্রহর গুনছেন শাহরুখ খান। নাওয়া-খাওয়া ভুলে ছেলেকে ফিরে পাওয়ার প্রার্থনা করছেন গৌরী।
এদিকে কিং খানের এই বিপদে অনেক তারকাই কথা বলেছেন। তবে সে তালিকা নিতান্তই খুব ছোট। বরং যারা শাহরুখের খুব ঘনিষ্ঠ এবং প্রভাবশালী তারা প্রায় সবাই চুপ করে আছেন। আর সে নিয়েই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন পরিচালক সঞ্জয় গুপ্ত।
দু’টি টুইট করেছেন সঞ্জয়। যার একটিতে তিনি লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষকে সাহায্য করেন শাহরুখ খান, অনেককে কাজ জুটিয়ে দিয়েছেন এবং এখনও তা করে চলেছেন। ইন্ডাস্ট্রির প্রত্যেক পদক্ষেপে তিনি পাশে থেকেছেন। আর এই মানুষটার বিপদেই বলিউডের কারও মুখে কোনো কথা নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।’
এরপরই আবার সঞ্জয় গুপ্ত ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আজ উনার ছেলে ভুগছে, কাল আপনার ছেলেও হতে পারে। তখনও কি এমন কাপুরুষের মতো চুপ থাকবেন?’
সঞ্জয় গুপ্তার এই টুইটারের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিকা সিং লেখেন, ‘একদম ঠিক কথা দাদা, সবাই নাটক দেখছে কিন্তু কেউ একটাও কথা বলছে না। আমি শাহরুখ খানের পাশে রয়েছি। আরিয়ানের জামিন অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় ইন্ড্রাস্টির সকলের বাচ্চা একবার জেলে গেলে তবে ইউনিটি দেখাবে।’
৩ অক্টোবর গ্রেপ্তারির পর থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এর আগে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট ও NDPS আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ আরিয়ানের জামিনের আবেদনের শুনানি রয়েছে বোম্বে হাই কোর্টে। ছেলের জামিনের প্রত্যাশায় আছেন শাহরুখ খান।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন