English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

শুটিং শুরুর পরই প্রভাসের সিনেমার আয় ২১৭ কোটি টাকা

- Advertisements -

নাসিম রুমি: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে নির্মাণ করছেন ‘স্পিরিট’ সিনেমা। কয়েক দিন আগে হায়দরাবাদে বহুল আলোচিত সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী।

গত সপ্তাহে ‘স্পিরিট’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করেছেন নির্মাতারা। জোরালোভাবে শুটিং শুরুর আগেই ওটিটি বাজারে নতুন রেকর্ড গড়ে খবরের শিরোনামে এসেছে সিনেমাটি।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পিরিট’ সিনেমার ডিজিটাল রাইটস ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২১৭ কোটি ৪৮ লাখ টাকা) কিনে নিয়েছে। টিজার বা পোস্টার প্রকাশের আগেই সিনেমাটি এত বড় চুক্তি করে হইচই ফেলে দিয়েছে।

‘স্পিরিট’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রথমবারের মতো পাওয়ারফুল পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।

এর আগে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দেন সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এ নির্মাতা জানান, ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি নিয়েছেন ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ টাকা)। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা।

তাছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন—প্রকাশ রাজ, বিবেক ওবেরয়। গুঞ্জন রয়েছে, এ সিনেমায় যুক্ত হবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। ২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

‘স্পিরিট’সহ প্রভাসের ঝুলিতে এখন অর্ধডজন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। তাছাড়াও ‘ফৌজি’, ‘বাহুবলি: দি ইটারনাল ওয়ার পার্ট-১’, ‘কল্কি টু’, ‘সালার টু’ সিনেমার কাজও এখন প্রভাসের হাতে রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/idau
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন