English

28.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

‘শুধু দুটো ডানা নেই বলে উড়ে যেতে পারলাম না’

- Advertisements -

‘সব কিছু মিস করবো আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়। আজ শুধু দুটো ডানা নেই বলে, আমি উড়ে যেতে পারলাম না তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে ‘স্ফুলিঙ্গ’-এর প্রিমিয়ারে। ’

মন খারাপ করে কথাগুলো ফেসবুকে লিখেছেন চিত্রনায়িকা পরীমনি। আগামী শুক্রবার (২৬ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘স্ফুলিঙ্গ’। বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। কিন্তু এতে অংশ নিতে পারছেন না বলে ভীষণ মন খারাপ ‘স্বপ্নজাল’খ্যাত এই অভিনেত্রীর।

পরীমনি জানান, গত ২২ মার্চ রুটিন মেডিক্যাল চেকআপ করাতে কলকাতা গিয়েছেন তিনি। কথা ছিল বুধবার দেশে ফিরে প্রিমিয়ারে অংশ নেবেন। টিকিটও কাটা ছিল। কিন্তু তার সকল চেকআপ সম্পন্ন না হওয়া সেখানে আটকে গিয়েছেন তিনি, তাই প্রিমিয়ারে অংশ নিতে পারছেন না।

ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্ কী দারুণ হতো ব্যাপারটা! সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডাক্তার থেকে ওই ডাক্তারের চেম্বারে …আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারতো না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে! একসঙ্গে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এতো মায়া এতো যত্নে বনানো গল্পটা। ’

আলোচিত এই নায়িকা আরও লেখেন, ‘প্রিয় মানুষদের সঙ্গে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সঙ্গে কফি, স্পট লাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে একের পর এক ইন্টারভিউ সেশন; আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সবকিছু মিস করবো আমি আজ, শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়। আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম। আমি উড়ে যেতে পারলাম না। তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে ‘স্ফুলিঙ্গ’র প্রিমিয়ারে। একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসলো যে পাখিটা, ওটাই তো আমি। আপনাদের পরী। ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করেছেন নন্দিত পরিচালক তৌকীর আহমেদ।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলা ও হাসনাত রিপন। আরও রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন