English

31.1 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

শোবিজের চাকচিক্য ছেড়ে অন্য পথে লুবাবা

- Advertisements -

শোবিজের চাকচিক্য ছেড়ে দিয়েছেন অনেক বড় বড় মাপের শিল্পীরাও। এর মধ্যে অনেকে অনেক কারণ জানিয়ে বিদায় জানায় শোবিজকে। এবারে সে খাতায় নাম লিখিয়েছেন প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও তাকে ডাকে ‘পাকনা লুবাবা’ নামে। এক সময়কার কটাক্ষের শিকার তিনি এখন বেশ প্রশংসা কুড়চ্ছেন।

বর্তমানে নিয়মিত ভ্লগিং করছে লুবাবা। এ ছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করতে দেখা যায় তাকে।

তাহলে কী আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা শোবিজের চাকচিক্য ছেড়ে অন্য পথ ধরেছেন। সেই পথেরই সন্ধান দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পোস্ট দিয়ে লুবাবা লিখেছেন, ‘আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’ মানুষ দেখানো না।

আমি যেই ব্রান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ।’

তার কথায়, ‘যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্রান্ডগুলো হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লেফট নিবো। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেক।’

শিশুশিল্পী আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পিছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে  মিথ্যে বলে। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে।’

লুবাবার ভাষ্যে, ‘তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।’

শেষে বলেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

প্রসঙ্গত, সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। এছাড়াও সিনেমাতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন একসময়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন