১১ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এ ছবি মুক্তির পর থেকেই ভালো চলছে।
আরটিভির অনুষ্ঠান প্রধান এবং বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব বলেন, বর্তমানে ৩০-৩৫টি হল খোলা রয়েছে।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র হল সংখ্যা ১২টিতে নামে। তৃতীয় সপ্তাহে এসে হল মালিকরা দর্শকদের আগ্রহে সাড়া দিয়ে বুকিং নিচ্ছেন। ফলে ছবিটির হল সংখ্যা ১৫টি ছাড়িয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v146