English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
- Advertisement -

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন বলিউডের কমেডিয়ান ভারতি

- Advertisements -

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেত্রী ভারতি সিং ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা-মা হলেন তারা। সন্তান জন্মের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম রাখলেন এ কমেডিয়ান অভিনেত্রী। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, স্বামী হর্ষ লিম্বাচিয়ার কোলে বড় ছেলে লক্ষ্য ও ভারতির কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগী, সহকর্মীসহ নেটিজেনদের মাঝে শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

ভারতি ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এ তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’— এ দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।

ভারতি জানিয়েছেন, যশবীর অফিশিয়াল নাম হলেও আদর করে তাকে তারা ‘কাজু’ বলে ডাকবেন। তাদের বড় ছেলের ডাকনাম গোলার মতোই এ নামটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা অবশ্য ভারতির জন্য কিছুটা ভিন্ন ছিল। কারণ ভারতি মনেপ্রাণে চাইতেন একটি কন্যাসন্তান। কিন্তু আবারও পুত্রসন্তান হওয়ায় শুরুতে কিছুটা মন খারাপ হয়েছিল তার। তবে নতুন অতিথিকে পেয়ে এখন সেই বিষাদ আনন্দেই রূপ নিয়েছে।

সন্তান জন্মের মাত্র কয়েক দিন পরেই কাজে ফিরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতি। এমনকি প্রসবকালীন জটিলতার কথাও তুলে ধরেন এ কমেডিয়ান অভিনেত্রী। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে বর্তমানে সুস্থ মা ও ছেলে বাড়িতেই সময় কাটাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mivk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন