English

28 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

সন্তান পালন নাকি অভিনয়, দীপিকার আগামীর লক্ষ্য কি?

- Advertisements -

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর সিং।

বলিউডে বেশিরভাগ অভিনেত্রীকেই দেখা যায় সন্তান জন্মদানের পর কাজ থেকে বিরতি নিতে।

কারো কারো বিরতির পর ফেরাটা কঠিন হয়ে পড়ে, কেউ আবার বিরতির পর আর নিজের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতেও হিমশিম খান। মাতৃত্বের স্বাদ নেয়া অভিনেত্রীদের জন্য শোবিজ অঙ্গনে পড়ের জার্নিটা বেশ কঠিনই বলা চলে। তবে অনেকেই আবার চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সাম্রাজ্য দখলে নেন। এমন উদাহরণও কম নেই।
তবে বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা কি করবেন? পুরোদমে সন্তানের লালন পালনে ব্যস্ত হবেন নাকি কাজের মাঝেও রাখবেন নিজেকে? এই প্রশ্নের উত্তর অবশ্য অভিনেত্রী দিয়ে রেখেছেন আগেই। 

সম্প্রতি জনপ্রিয় টকশো কফি উইথ করণ সিজন ৬-এর প্রথম এপিসোডে আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। র‌্যাপিড-ফায়ার রাউন্ড চলাকালীন সঞ্চালক করণ জোহর দীপিকাকে বাচ্চা এবং সিনেমার মধ্যে একটিকে বেছে নিতে বলেন। উত্তরে দীপিকা বলেন তিনি দুটোই বেছে নেবেন।

এর আগে টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়, দীপিকা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজন প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি তার সন্তানকে সময় দিতে চান। অভিনেত্রী শীঘ্রই কোনো কাজে ফিরবেন না এবং তিনি তার বাচ্চাকে লালন-পালনের দিকে মনোনিবেশ করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপিকা তার সন্তানের জন্য কোনো আয়া নিয়োগ করবেন না এবং এমনকি রণবীরকেও কাজ ভাগ করে নিতে দেবেন না কারণ তিনি নিজেই সবকিছু করতে চান। এদিকে জানা গেছে,

দীপিকা ২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং পরের বছর ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন।

‘পিকু’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করেছেন দীপিকা। বর্তমানে বলিউডের শীর্ষ অভিনেত্রী তিনি। বিয়ে করেছেন অভিনেতা রণবীর সিংকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a2ac
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন