English

24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
- Advertisement -

সাইফের সঙ্গে যে শূন্যতা পীড়া দেয় কারিনাকে

- Advertisements -

নাসিম রুমি: “আমি যদি আমার পছন্দের কারো সঙ্গে কাজ করি, তাহলে ওর ভাবখানা এমন হয় যে- `জানি না এটা কেমন হচ্ছে’,” বলেন কারিনা কাপুর।

বলিপাড়ার সুখী দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান, যে যার ক্যারিয়ারের ক্ষেত্রেও দারুণ সফল। তবে ঘটনাচক্রে বক্স অফিস তাদের কোনো হিট সিনেমা নেই। সম্প্রতি সে বিষয়েই মুখ খুললেন কারিনা।

Advertisements

কারিনা বলেন, ‘তাশান’, ‘এজেন্ট বিনোদ’-এর মত ‘দুর্দান্ত’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করলেও সেগুলো বক্স অফিসে সাফল্যের দেখা পায়নি।

“আমার কাছে সত্যিই খারাপ লাগে বিষয়টা। আমি সাইফকেও এ কথা বলি যে আমি ওর সঙ্গে কাজ করতে চাই। কারণ আমি মনে করি সইফ সেরা শিল্পীদের একজন। সাইফ যেমন বাণিজ্যিক সিনেমা করেছে, তেমনই ‘লাল কাপতান’-এর মত ভিন্ন ধারার সিনেমাও করেছে।”

Advertisements

স্ত্রীর সঙ্গে কাজ নিয়ে সাইফের কী প্রতিক্রিয়া? এ বিষয়ে কারিনা বলেন, “সাইফ চায় ও যে সিনেমাই করুক না কেন, তাতে নিজের সেরাটা দিতে। আমি যদি তার সঙ্গে কাজ করি, তাহলে আমিও যেন সেরাটাই দিই। আর আমি যদি আমার পছন্দের কারোর সঙ্গে কাজ করি, তাহলে ওর ভাবখানা এমন হয় যে, ‘জানি না এটা কেমন হচ্ছে’।”

তিন খানকে নিয়েও খোলেমেলা কথা বলেন কারিনা। তার কথায়, শাহরুখ হলেন সিনেমান শাহ অর্থাৎ সম্রাট। সালমানের সবকিছুই তার ব্যক্তিত্ব, স্টারডমের উপর নির্ভর করে। এবং আমির খানকে একজন মনোযোগী ও চরিত্র ডুবে থাকা অভিনেতা মনে হয় তার।

সম্প্রতি সুজয় ঘোষের রহস্য থ্রিলার ‘জানে জা’-তে দেখা গেছে কারিনাকে। আগামীতে হানসাল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ও ‘দ্য ক্রু’ সিনেমাতে দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন