English

29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সারা দেশে শাকিবের ছবিই এগিয়ে, দ্বিতীয় সপ্তাহে আরও বেশি হলে

- Advertisements -

নাসিম রুমি: দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় ঈদের দ্বিতীয় সপ্তাহে বেড়ে গেল সুপারস্টার শাকিব খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র হল সংখ্যা। ঈদে ১০০ সিনেমা হলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও আরও দুটি সিনেমা পেয়ে সারাদেশে রাজত্ব করছেন শাকিব। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সবখানে হাউজফুল দিয়ে বাজিমাৎ করছে ‘লিডার’।

Advertisements

‘লিডার আমিই বাংলাদেশ পরিচালনা করেছেন তপু খান। তিনি বলেন, প্রথম সপ্তাহে সব সিনেমা হল থেকে দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই সাফল্যের সঙ্গে শুক্রবার থেকে টাঙ্গাইলের রাজ্য মাল্টিপ্লেক্স ও কুষ্টিয়ার স্বপ্নীল মাল্টিপ্লেক্সে লিডার চলছে। ক্রমশ দর্শকের চাপ বাড়ছে।

ঈদে মুক্তি পেয়েছে আট সিনেমা। চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানাচ্ছে, প্রথম সপ্তাহে সবগুলো ছবির মধ্যে দর্শক চাহিদার শীর্ষে আছে লিডার আমিই বাংলাদেশ। সিনেমা হলগুলোতেও ছবি দেখতে দর্শকদের চাপ আছে।

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, সিনেপ্লেক্সের শাখাগুলোতে লিডার যে কটি শো চলছে হাউজফুল যাচ্ছে।

Advertisements

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, অন্য ছবি দুদিন চলে পরে আর দর্শক আসে না। মধুমিতায় লিডার মুক্তির প্রথমদিন থেকে খুব ভালো চলছে। এমন সিনেমা যদি সবসময় আসে তাহলে আর সিনেমা হল বন্ধ করা লাগবে না।

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, আটটি ছবির মধ্যে ‘লিডার’কে এগিয়ে আছে। শাকিবের আলাদা ভক্তশ্রেণি আছে। তারা সিনেমাটি একাধিকবার দেখছে। এছাড়া পরিবার নিয়ে দর্শকরা সিনেমাটি দেখতে আসছে। সার্বিকভাবে লিডার ভালো অবস্থানে আছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন