English

20 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

সালমনের জমকালো জন্মদিনে ফার্মহাউসে তারকাদের হাট

- Advertisements -

নাসিম রুমি: সালমন খান, যাঁর কাছে বয়সটা সংখ্যামাত্র, তাঁর ৬০তম জন্মদিন ‘সুইট’-তো হবেই ৷ মুম্বইয়ের পানভেলে সলমন খানের ফার্মহাউসে বসেছিল জন্মদিনের আসর ৷ যে আসরে ইন্ডাস্ট্রির বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিকবিদ থেকে খেলোয়াড়রাও ৷

 

ভাইজানের ৬০তম জন্মদিন উদযাপন করতে পানভেলের ফার্মহাউসে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার তথা বাবা সেলিম খান এবং মা সালমাও । সলমনের বোন অর্পিতাও জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও ছোট্ট খুদে ও স্ত্রী সৌরাকে উপস্থিত ছিলেন আরবাজ খান ৷ সিপারা, আরহান, আলভিরা খান অগ্নিহোত্রীও ৷
ভাইজানের জন্মদিনে বিটাউনের তারকারাও উপস্থিত

অতিথি তালিকায় উপস্থিতিদের মধ্যে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত, সঙ্গীতা বিজলানি, অনুপ সোনি, জ্যাকি ভাগনানি, রাকুল প্রীত সিং, প্রজ্ঞা জয়সওয়াল, করিশ্মা কাপুর , জাহির ইকবাল, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। এছাড়াও, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা প্রফুল প্যাটেলও পার্টিতে উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও উপস্থিত ছিলেন সালমনের জন্মদিনে। এমনকী, বিখ্যাত বলিউড গায়ক মিকা সিং ভাইজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত হন বাইকে চড়ে ৷ সলমনের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী শেরাও পার্টিতে উপস্থিত ছিলেন।
ঘড়িতে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই সলমন কড়া নিরাপত্তার মধ্যে তাঁর ফার্মহাউস থেকে বেরিয়ে আসেন ৷ পাপারাজ্জিদের সঙ্গেও জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করেন অভিনেতা ৷ সালমনের লাল-সাদা জন্মদিনের কেক কাটার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ভাইজানকে জন্মদিনেও সাদামাটা পোশাকেই দেখা গিয়েছে ৷ অভিনেতাকে দেখা গিয়েছে একটি কালো টি-শার্ট ও নীল ডেনিম প্যান্টে ৷ গাল ক্লিন সেভ ৷ সুইট 60-তে এসেও হ্যান্ডসাম হাঙ্ক লাগছিল সালমনকে ৷

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6wgl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন