নাসিম রুমি: আসছে ২০২৬ সালটি নাকি বলিউড ভাইজান সালমান খানের সময়টি ভালো যাবে না। স্বাস্থ্য ও সিনেমায় বড় ধাক্কার সম্ভাবনা, অন্যদিকে ভাগ্য খুলবে শাহরুখ খানের।
বলিউডের এই দুই নায়ক সম্পর্কে একটি নতুন জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক ভবিষ্যদ্বাণী সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। জ্যোতিষী সুশীল কুমার সিঙের সম্প্রতি একটি পডকাস্টের ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই আলোচনা শুরু হয়েছে।
ওই পডকাস্টে জ্যোতিষি দাবি করেছেন, ২০২৬ সাল এই দুই অভিনেতার জন্য একেবারে বিপরীত ভাগ্য বয়ে আনবে। শাহরুখ খান পেশাগতভাবে আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সালমান গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য আরও ভেঙে যাবে,সিনেমাতেও মিলবে না কোনও সাফল্য! সঙ্গে বহুদিন ধরেই বাইরের শত্রুদের প্রাণে মারার হুমকি তাকে দুঃশ্চিন্তায় রেখেছে।
জ্যোতিষা সিং ভবিষ্যদ্বাণী করেছেন, শাহরুখ খান উথ্থান আর সালমান খানের পতন যেন একমাত্রায় জুড়বে। এসআরকে-র সঙ্গে ঐশ্বরিক শক্তি রয়েছে যা কোনও ধর্ম-মজহব দেখে না। তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন এবং সেই কারণেই তিনি এগিয়ে চলেন।
তিনি আরও বলেন, শাহরুখের আধ্যাত্মিক সংহতি এবং শৃঙ্খলা আগামী বছরগুলোতে তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
এই প্রথম নয় যে, দুই অভিনেতার ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে এপ্রিল ২০২৫-এ, তারকা জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনাও সালমানের জন্য একটি চ্যালেঞ্জিং সময়ের পূর্বাভাস দিয়েছিলেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিকট ভবিষ্যতে সালমানের সিনেমাগুলো ভালো ফল নাও করতে পারে এবং সেই বছর তার আর কোনও সিনেমা মুক্তি দেওয়া উচিত নয়।
সাক্সেনা আরও সতর্ক করে বলেছিলেন, ২০২৬ সালে অভিনেতার জন্য স্বাস্থ্য বা নিরাপত্তার উদ্বেগ আসতে পারে। তিনি যোগ করেছিলেন, আগামী বছর এপ্রিলের পর থেকে পুরো বছর তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তার যদি বাইরে গিয়ে কাজ করার থাকে, তবে তার মার্চ পর্যন্ত কাজ করা উচিত এবং তারপর বিরতি নেওয়া উচিত। এটি একটি দুর্ঘটনা বা অস্ত্রোপচার হতে পারে! তবে কিছু হলেও, এই ব্যক্তি তা থেকে রক্ষা পাবেন।
তবে, সত্য-মিথ্যা যাই হোক না কেন, ভবিষ্যদ্বাণীগুলোর বিষয়ে সালমান বা শাহরুখ কেউই কোনো মন্তব্য করেননি। সময়ই বলবে ভারতের দুই নক্ষত্রের ভাগ্য কোন দিকে নিয়ে যাবে।
