English

32 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
- Advertisement -

সালমানের মতো আপনি কোনও দিন পারবেন না’, কী বললেন শাহরুখ?

- Advertisements -

নাসিম রুমি: তিন দিনে ৩০০ কোটি টাকা! বক্স অফিসে উল্লাস। ‘পাঠান’ মুক্তির পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস সঞ্চারিত হল ইন্ডাস্ট্রিতে। সেই আনন্দমুহূর্তে আবারও দর্শকের মুখোমুখি হলেন শাহরুখ। শনিবার তাঁকে ‘আস্ক এসআরকে’ প্রশ্নোত্তর পর্বে পেয়ে ঝাঁপিয়ে পড়লেন সবাই। তবে প্রশংসার মধ্যেও চলে এল বাঁকা প্রশ্ন। কেউ এক জন বললেন, ‘‘পাঠান যতই হিট হোক, সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় আপনি পারবেন না।’’

Advertisements

১৫ মিনিটের এই পর্বে টুইটারে ‘বাদশা’কে সব কিছু নিয়ে প্রশ্ন করা যায়। সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন নায়ক। অপ্রিয় প্রশ্ন এলেও সরস জবাব দেন শাহরুখ, তাঁর কথায় সব সময় বুদ্ধিমত্তার ছাপ। মোটেই রেগে যান না। শনিবারও কঠিন সব প্রশ্নের মজাদার উত্তর দিতে দেখা গেল তাঁকে।

Advertisements

প্রসঙ্গ হিসাবে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং সলমন খান ঘুরেফিরে আসছিল এ বারের প্রশ্নোত্তরে পর্বে। সলমনের সঙ্গে শাহরুখের তুলনা করা হলে নায়ক বলেন, ‘‘সলমন ভাইকে নতুন প্রজন্মের মানুষ যে ভাবে দেখেন, তিনি ঠিক তা-ই। মানে যাকে বলে, চিরকালের সেরা!’’

পাঠান’-এও এক অতিথি চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। আর এক অনুরাগী লিখেছিলেন, ‘‘সলমন খানের ভক্ত হিসাবে সিনেমাটা দেখতে গিয়েছিলাম। ফিরলাম যখন, আমি ‘পাঠান’-এর ফ্যান।’’ এ কথা শুনে শাহরুখের জবাব, ‘‘আমিও টাইগার-এর ফ্যান। তবে তাঁর সঙ্গে আমাকেও একই হৃদয় প্রকোষ্ঠে রাখতে পারেন।’’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন