English

26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
- Advertisement -

সালমান শাহ হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মাঠে নামছে ভক্তরা

- Advertisements -

নাসিম রুমি: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হচ্ছেন ভক্তরা। আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সারাদেশের সালমান ভক্তরা।

জানা যায়, এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সালমান শাহর হত্যার বিচার চেয়ে মশাল মিছিল হয়েছে যশোরে। সালমান শাহর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে সালমান শাহ ভক্তরা শহরের মণিহার সিনেমা হলের সামনে মশাল মিছিল বের করে।

এ সময় তারা সালমানের খুনিদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মণিহার সিনেমা হলের সামনে এসে মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে ভক্তরা বলেন, আমরা সালমান শাহে্র মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। সালমান হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dq3p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন