নাসিম রুমি: দেখতে দেখতে ক্যারিয়ারের ১৬ বছরে পা রাখলেন গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত মডেল-অভিনেত্রী ইয়ামিন হক ববি। চিত্রনায়িকার পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন তিনি। তবে কিছুদিন ধরে সিনেমায় আগের মতো অভিনয় করছেন না বিজলিখ্যাত এই নায়িকা। মাঝেমধ্যে পর্দায় দেখা মেলে তার। দেড় বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। যদিও ২০২৫ সালে বেশ কয়েকটি সিনেমার কাজ করেছেন তিনি, যেগুলো মুক্তি পাবে চলতি বছরে। এগুলোর মধ্যে প্রস্তুতিতে এগিয়ে রয়েছে মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’, কে এ নিলয়ের ‘বউ’ ও বদিউল আলম খোকনের ‘তছনছ’।
সিনেমা তিনটি নিয়ে ববি বলেন, ‘তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান, সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।’
ববি জানালেন, চলতি মাসেই লন্ডনে মুক্তি পাচ্ছে ববির ‘বেঈমান’। এরপর ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।’ সবশেষ সিনেমাটি আলো ছড়াবে বাংলাদেশে। স্বদেশের আগে ভিনদেশে সিনেমা মুক্তি নিয়ে ববি বলেন, সামনে নির্বাচন নিয়ে দেশ উত্তাল। সবার মনোযোগ এখন ওইদিকে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কেউ সিনেমা মুক্তি দিতে চাইবেন না। তাই সিনেমাটি এখন ভিনদেশে মুক্তি পাচ্ছে। তবে চলতি বছরেই দেশের প্রেক্ষাগৃহে আলো ছড়াবে ‘বেঈমান’।
এই সিনেমার মধ্য দিয়ে টানা দেড় বছর পর সিনেপর্দায় হাজির হতে যাচ্ছেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সময় আমি বসে থাকিনি। কাজ করেছি। আসলে কাজের প্রস্তাব আসে, চাইলে অনেক কাজ করা যায় কিন্তু সব কাজে নিজেকে জড়ানো যায় না। আমার প্রতি দর্শকের যে বিশ্বাস ও ভালোবাসা আছে, তা ধরে রাখতেই বেছে বেছে কাজ করি। একজন চলচ্চিত্রের নায়ক-নায়িকার জন্য বছরে দুই থেকে তিনটি কাজই যথেষ্ট। ভালো প্রস্তুতি নিয়ে পারফেক্ট কিছু করতে গেলে এমনটিই হওয়া উচিত বলে মনে করি। তাতে নিজের স্বকীয়তা বজায় থাকে। আত্মতৃপ্তি অনুভূত হয়। অন্য দেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত শিল্পীরা খুব কম কাজ করেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। বছরে কোনো অভিনয়শিল্পীর সিনেমা মুক্তি না পেলে মনে করা হয় তার চাহিদা কমে গেছে। তার হাতে কাজ নেই।’
ববির কাছ থেকে জানা গেল, করোনার পর থেকে কমিয়ে দিয়েছেন অভিনয়ের ব্যস্ততা। অচিরেই ‘বউ’ সিনেমার গানের বাকি শুটিং করবেন তিনি। অন্যদিকে বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার ৮০ ভাগ শুটিং শেষ। রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা এটি। সিনেমাটির বাকি কাজ শিগগির শেষ হবে। প্রযোজক-পরিচালকের পরিকল্পনা অনুযায়ী ঈদে মুক্তির লক্ষ্যেই এগিয়ে চলছে সিনেমাটির কাজ। এ ছাড়া আরও দু-একটি নতুন চিত্রনাট্য নিয়ে কথা চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানান ববি। তবে আমি সিনেমাতেই থাকতে চাই।
