English

31 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
- Advertisement -

সুইস ফিল্ম মার্কেটে বাংলাদেশী চলচ্চিত্র ‘লতিকা’

- Advertisements -

২০২২ সাথে নির্মাতা স্বপন ব্রিটিশ কাউন্সিল- UK অর্থায়নে ঢাকা ডকল্যাব ও ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘লতিকা’ চলচ্চিত্র নির্মাণের জন্য ‘ইন্টারন্যাশনাল কোলাবোরেশন গ্রান্ট’ জিতে নেয়। তাছাড়া ‘ভোঁদড় মাঝির ইতিকথা’ নামক তার আরেক পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ জাদুঘর ও লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ আয়োজিত ‘এক্সপোসিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট ২০২২’ প্রজেক্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। নির্মাতা স্বপন আমাদেরকে মেইল করে জানান- সুইস ফিল্মমার্কেটে তার চলচ্চিত্র ‘লতিকা’ অফিসিয়াল সিলেকশন হওয়াও তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। তাছাড়া সুইস VdR-ফিল্ম মার্কেটে বাংলাদেশী নির্মাতা হিসেবে তিনি প্রথমবার অংশগ্রহন করার সুযোগ পেলেন। লতিকা সহ আরো ৩টি বাংলাদেশী চলচ্চিত্র সিলেকশন হয়েছে। একমাত্র স্বপন ছাড়া বাকি সকল নির্মাতারা বিদেশী বলে জানিয়েছেন। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩০০ বেশি চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, ক্রেতা বিক্রেতা এই উৎসবে স্বশরীরে এবং অনলাইনে অংশগ্রহন করবেন।

Advertisements

ভিশনস ডু রিয়েল (ভিশনস অফ রিয়ালিটি) হল মূলত একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল যা প্রতি বছর এপ্রিল মাসে ১২-২১ তারিখ সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে নির্মাতা ফিল্মমার্কেটে স্বশরীরে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন। এই চলচ্চিত্র উৎসব শেষ করে নির্মাতার ফ্রান্সের প্যারিস শহরে যাবার কথা রয়েছে। সেখানে তিনি তার আপকামিং এনিমেশন প্রজেক্ট ‘Otter Water’ নিয়ে ফরাসি প্রযোজকের সাথে মিটিং করবেন। এই এনিমেশন ফিল্ম প্রজেক্ট বাংলাদেশী জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে নির্মাণ করবেন বলে জানিয়েছেন। তাছাড়া গত ফেব্রুয়ারি মাসে জমকালো আয়োজনে চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’ আঞ্চলিক প্রিমিয়ার হয়। তাছাড়া মার্চ মাসে ইংল্যান্ডে বসেছিলো ২৩ তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব-২০২৪। সেখানে ‘লতিকা’ ইউকে-প্রিমিয়ার হয়েছে।

২০০৪ সালে স্বপন নির্মাণ করেন তার প্রথম স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘তুরাগের নৌকা’। তার পর থেকে কচ্ছপের গতিতে ছুটে চলে এখন পর্যন্ত নির্মাণ করেছেন পঞ্চাশের অধিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপন, ওভিসি। কপিরাইট, শিল্প নির্দেশক, পরিচালক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন বেশকিছু দেশি-বিদেশি ফিল্ম প্রডাকশন হাউজে। বর্তমানে নির্মাতা ৩ বছর যাবত চিত্রা নদীর পাড়ে জেলে পল্লীতে বসবাস করেন। সেখানে তিনি দীর্ঘসময় ধরে ‘ভোঁদড় মাঝির ইতিকথা’ শুটিং করছেন। লোকেশনে বসে লিখছেন ‘Otter Water- ভোঁদড় জলে’ মত এনিমেশন

ফিল্মের চিত্রনাট্য।

Advertisements

নির্মাতা সামছুল ইসলাম স্বপনের দাদাবাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে হলেও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে জেলে পল্লীতে তার জন্ম। সেখানে তার নানাবাড়ি। শৈশবে ভোঁদড়ের প্রতি ভালবাসা ও আগ্রহের জায়গা থেকে তিনি বর্তমানে নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো জেলেদের ৬০০ বছরের ইতিহাস, ঐতিয্য সহ বিলুপ্ত ভোঁদড় প্রাণী নিয়ে গবেষণা কেন্দ্রিক বই লিখছেন। তাছাড়া দেশি-বিদেশি মেন্টরের সার্বিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন মিটিং, সেমিনার গুলো তিনি জেলেপল্লীতে বসেই অনলাইনে অংশগ্রহন করেন।

নির্মাতা তার কষ্টের কথাও আমাদের সাথে শেয়ার করেন- গত সপ্তাহে তিনি জেলে পাড়ায় শুটিং চলাকালীন সময় তীব্র গরমে শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। তাছাড়া নির্মাতার বড়ভাই চলচ্চিত্র প্রযোজক সাইফুল ইসলাম সজল বেশ কিছুদিন যাবত অসুস্থ্য। এখন তারা দুইজনই তাদের নিজ এলাকা টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান করছেন। নির্মাতা তার এবং তার ভাইয়ের জন্য দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন