English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

সুশান্তের জন্মদিনে বোনের খোলা চিঠি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের রুপালি পর্দায় যিনি এসেছিলেন ধূমকেতুর মতো, অসম্ভব প্রতিভায় ভরপুর—সেই সুশান্ত সিং রাজপুত আজও স্মৃতির আকাশে জ্বলজ্বল করছেন। সময়ের নিষ্ঠুর পরিহাসে অকালেই থেমে যায় তার পথচলা। বেঁচে থাকলে গতকাল ২১ জানুয়ারি তিনি পা রাখতেন ৪০ বছরে। কিন্তু বয়স থেমে গেলেও থামেনি ভক্তদের ভালোবাসা, থামেনি পরিবারের বুকের হাহাকার।

এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও হৃদয়বিদারক খোলা চিঠি লিখেছেন তার বোন শ্বেতা সিং কীর্তি। যেখানে ভাইকে হারানোর ক্ষত, স্মৃতি আর না-বলা কথাগুলো উঠে এসেছে অশ্রুসজল ভাষায়।

দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠিতে শ্বেতা লিখেছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি।’

‘কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি? আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’

তিনি লেখেন, ‘সুশান্ত শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক অনুসন্ধানী মন, এক স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’

উল্লেখ্য, ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। দীর্ঘ সময় এই মৃত্যু নিয়ে নানা রহস্য ও জল্পনা চললেও, ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি ফলাফল যা-ই হোক, শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত শক্তি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k9bl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন