English

19 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

সুস্মিতাকে নিয়ে শ্রীলঙ্কায় সিয়াম

- Advertisements -

নাসিম রুমি: এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ‘রাক্ষস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার শ্রীলঙ্কায় চলছে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যধারণ। মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

নির্মাতা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শ্রীলঙ্কায় আনুষ্ঠানিকভাবে ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখানে টানা ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অনলাইনে চলবে সিনেমার এডিটিংয়ের কাজও। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাকভাবে এগিয়ে নিতেই শুটিং শুরুর আগেই পুরো টিম নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছান নির্মাতা।

দোয়া চেয়ে মেহেদি হাসান হৃদয় বলেন, “আজ আমাদের শুটিং শুরু হয়েছে। শ্রীলঙ্কায় ১৮ দিনের শিডিউল নিয়ে কাজ করছি। পাশাপাশি এডিটিংও চলবে। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দেশে ফিরতে। সবার দোয়া চাই, যেন ঈদুল ফিতরে দর্শকদের জন্য দারুণ একটা ‘রাক্ষস’ উপহার দিতে পারি।”

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজনে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যদিও সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায় ছাড়া সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে বলিউডের একজন পরিচিত মুখের পাশাপাশি বাংলাদেশেরও কয়েকজন চমকজাগানিয়া তারকা থাকবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x64t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নারকেল কোরানোর ৩ সহজ কৌশল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন