দিন দুয়েক আগে রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার আগাম জন্মদিনের উৎসব পালিত হয়। এ আয়োজনে তারকাশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন এ প্রজন্মের সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। সেখানেই তাকে আশির্বাদ করেন রুনা লায়লা।
আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। দিনটিতে তিনি দেশে থাকবেন না বলে জানিয়েছেন।
শ্রাবণীর সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘মন পিয়ন’। তার অন্যান্য উল্লেখযোগ্য গান হচ্ছে ‘বন্ধুরে’, ‘অকারণ বিরহ’, ‘সোনা বউ’, ‘মন দেব না’ ইত্যাদি।