English

31.6 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

সেন্সর বোর্ড আটকে দিয়েছে শাহরুখ–দীপিকার ‘পাঠান’

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ–দীপিকার অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিতেও ছাড়েননি অযোধ্যার এক সাধু। তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামের ওই সাধুর বক্তব্য, ‘বেশরম রং’ গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রঙের অবমাননা করেছেন। মুক্তির আগে সেন্সর ছাড়পত্রের অনুমতির জন্য জমা পড়লে ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ গানটির কারণে মুক্তির অনুমতি দেয়নি।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘পাঠান’ ছবির টিজার ও গান মুক্তির পর সম্প্রতি সিবিএফসি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। ছবিটি দেখার পর বোর্ড থেকে সিদ্ধান্ত আসে পরিবর্তন আনার। সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7lx3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন