English

24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

সৌদি আরবে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এদিকে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ও আগামী ১ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে।

আর মুক্তির আগেই তোলপাড় ফেলে দিয়েছে সিনেমা দুটি। টিকিট অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে ইতোমধ্যে।

সিনেমা দুটি যখন বক্স অফিসে তুমুল লড়াইয়ে ব্যস্ত তখন এই দুই সিনেমাকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।

Advertisements

সিনেমা মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে দুই সিনেমাই দেখেছে সৌদির রিভিউ কমিটি।

তাদের মতে, সিনেমা দুটিতে নৃশংসতায় ভরপুর আর যৌনতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিনেমা দুটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।

সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’।

Advertisements

একইসঙ্গে সৌদি আরবে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে উত্তাল ভারতের সিনেপ্রেমীরা। শো বাড়ানোর পরও ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিট আগেভাগেই শেষ। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে।

বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমা ইতোমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন