English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে ববিতা কী বলছেন?

- Advertisements -

নাসিম রুমি: ঢালিউডের প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমায় আরেক প্রয়াত তারকা কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর একটি গান আছে, ‘স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর, সে বড় আজব জাদুকর।’

আসলেই স্বামী-স্ত্রীর সম্পর্ক যিনি তৈরি করে দিয়েছেন, তিনি অনেক বড় কারিগর এবং জাদুকর। তিনি আর কেউ নন, মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। তবুও এই স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা জনের নানা পর্যবেক্ষণ, নানা মত থাকে।

সেই দলেরই একজন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হয়, তা নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ১সেপ্টেম্বর।

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে ফেসবুকে ঠিক কী লিখেছিলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ববিতা।

‘স্বামী-স্ত্রীর সম্পর্কটাই একটা অন্যরকম সম্পর্ক। বেহেশতে যখন আদম (আঃ) একা ছিলেন, তাঁর সঙ্গ দরকার ছিল। একা একা তিনি বোর হচ্ছিলেন। তাই তখন রহমানুর রাহীম তাকে মা, বাবা, ভাই, বোন দেননি! দিয়েছিলেন একজন স্ত্রী। এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এতটাই ইম্পোর্টেন্স ছিল তাদের এই সম্পর্কটায়।’

‘দুনিয়াতে আসার আগে প্রতিটা রুহু থাকে সেপারেটেড এবং দুনিয়াতে এসে একজনের সাথে আরেকজনের সম্পর্ক স্থাপন হয়। কিন্তু সেই স্বামী এবং স্ত্রীর সম্পর্কই সবচেয়ে গভীর; এমনকি তারা তাকালেও সওয়াব, হাসলেও সওয়াব, খাইয়ে দিলেও, ঘুরতে নিয়ে গেলেও সওয়াব। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!’

‘শয়তান সবচেয়ে খুশি হয় যখন স্বামী-স্ত্রীর মধ্যে ভেজাল লাগে। আর আল্লাহ খুশি হন মিল থাকলে । আল্লাহ বলেছেন, ‘স্বামী-স্ত্রী উভয় উভয়ের পোশাক স্বরূপ।’ এরকম গভীর মন্তব্য আর কোনো সম্পর্কে নেই। এতটা গভীর, এতটা সুন্দর একটা সম্পর্ক।’

যদি নবীজীর কথাগুলো মানেন তাহলে দেখবেন সফল দাম্পত্য কী? কতটা হক আদায় করা হয়েছে, কখনো কোথাও বঞ্চিত্বের ছাপ নেই! কিন্তু আমাদের দেশে বলি আর যে কোনো দেশেই বলি, এই গভীর এবং মজবুত সম্পর্কটা তৃতীয় কোনো সম্পর্কের মানুষের কারণে নষ্ট হয়ে যায়!’

পোস্টের শেষ দিকে ববিতা লেখেন, ‘আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আর সকল দম্পতিদের উভয়ের নিকট একে অপরকে চক্ষুশীতলকারী বানিয়ে দিক। হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুক। আমিন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/died
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন