সৎমায়ের বিরুদ্ধে খরচ বন্ধের অভিযোগ, প্রিয়াকে আদালতের নোটিশ
কারিশমা কাপুরের দুই সন্তান; সামাইরা ও কিয়ানের পড়াশোনার খরচ আগে দিতেন সঞ্জয় কাপুর। কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর থেকে সেই খরচ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছে কারিশমার পরিবার। কারিশমার পক্ষের আইনজীবী মহেশ জেঠ আদালতকে জানান, প্রিয়া সচদেব ইচ্ছে করে ওই অর্থ দেওয়া বন্ধ করেছেন। অভিযোগ খতিয়ে দেখে আদালত প্রিয়াকে নোটিশ পাঠিয়েছে এবং তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।
আইনজীবীর দাবি, দুই সন্তানই আমেরিকায় পড়াশোনা করছে, তাদের শিক্ষার পেছনে অনেক টাকা লাগে। কলেজের দুই মাসের ফিও বকেয়া পড়ে আছে, ফলে তাদের পড়াশোনায় বাধা তৈরি হয়েছে। তবে প্রিয়া সচদেব এসব অভিযোগ মানতে নারাজ। তার আইনজীবীর বক্তব্য, তিনি সামাইরা ও কিয়ানের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে।
এর আগেও প্রিয়ার বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, সঞ্জয় কাপুরের তৈরি দলিলে কিয়ানের নামের বানান ভুল এবং সামাইরার ঠিকানাও সঠিক নয়। এই ভুলগুলো দেখে কারিশমার সন্তানদের সন্দেহ হয় দলিলটি ভুয়া, তাই তারা আসল দলিল দেখার আবেদন করে আদালতে। তবে প্রিয়ার পক্ষ জানায়, নাম বা ঠিকানায় ভুল থাকলে দলিলকে জাল বলা যায় না।