কলকাতার সাবেক ফুটবল খেলোয়াড় বিদেশ বসুর বাড়ির অনুষ্ঠানে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। হুগলির নাটাগড়ের ওই দুর্ঘটনায় অদ্রিজা-সহ তার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে কালনায় যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারায় অদ্রিজা মুখোপাধ্য়ায়দের গাড়ি। নাটাগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ি রাস্তার পাশের জলা জমিতে নেমে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন স্থানীয়রা।
এরপর স্থানীয়রাই অদ্রিজাদের উদ্ধার করে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসা চলছে অদ্রিজা মুখোপাধ্যায়, মৌমিতা মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে ,ইঙ্গিত মুখোপাধ্যায়দের। যদিও হাসপাতালে চিকিৎসার পরপরই বর্তমানে প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে জিনিউজ।
মহাপীঠ, তারাপীঠ, বালিকা বধূ-সহ কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে। ফলে তার আহত হওয়ার খবর প্রকাশ্য়ে আসার পর থেকে চিন্তা বাড়তে শুরু করে শুভানুধ্যায়ীদের।