English

28 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
- Advertisement -

হঠাৎ করেই লাপাত্তা ডন

- Advertisements -

নাসিম রুমি: আবারও নতুন করে আলোচনায় এসেছে ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর মৃত্যু রহস্য। এই তারকার মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যার মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি (৪ নম্বর) সালমান শাহর বন্ধু দাবি করা চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন।

কিন্ত সম্প্রতি সালমান শাহ ইস্যুতে আগের মতোই গণমাধ্যমের কাছে বিভিন্ন মন্তব্য ও তথ্য প্রদান করে আসছিলেন এই শিল্পী। কিন্তু হঠাৎ করেই লাপাত্তা ডন।

কিন্ত গত তিন-চার দিন ধরে মামলার প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত ডনও যোগাযোগের চেষ্টা করেও সাড়া মিলছে না। বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়, হত্যা নয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’

তার কিছু সময় পরে, অর্থাৎ চার বছর আগে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অফ হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহর হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে?

ওনার মা না ওনার স্ত্রী? আপনি কী বলবেন?’ জবাবে ডন প্রথমে এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন।

তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান, ‘সালমান শাহর স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ দেখতে পাননি। ডন বলেন, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এ রকম প্রেম আমি কখনো দেখিনি।’ এরপর জয়ের প্রশ্ন, ‘সামিরার কোনো দোষই ছিল না?’-এর উত্তরে তিনি বলেন, ‘আমি তো দেখতেছি না কোনো দোষ।’

এরপর ডন জোর দিয়ে বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন। ডন বারবার সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থির দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এ রকম দেখিনি।’ ডন এখন পলতক রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o7lk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন