English

25.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

- Advertisements -

নাসিম রুমি: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতা ও সাংসদকে। কিন্তু ঠিক কী হয়েছে তার?

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, গত ২৯জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় পড়ে যান শত্রুঘ্ন সিনহা। সেদিন বাড়ির বৈঠকখানা, যেটা কিনা বর্ষীয়ান অভিনেতার পছন্দের জায়গা সেখানেই সময় কাটাচ্ছিলেন তিনি। টিভিতে খবর শোনা, বা অন্যান্য কিছু দেখা থেকে ইন্টারভিউ সাধারণত ওই সোফাতেই বসে থাকতে দেখা যায় শত্রুঘ্ন সিনহাকে। সেদিনও সেখানেই বসেছিলেন। তবে হঠাৎই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান অভিনেতা।

বুকের পাঁজরে আঘাত লাগে তার। সেসময় তার সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন। সোনাক্ষীই বাবাকে তোলেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। বর্ষীয়ান অভিনেতার শরীরে কোন সমস্যা হয়েছে কিনা! তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখতে হেলথ চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, পড়ে যাওয়ার পর ওইদিন বাড়িতেই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল। তবে পরের দিনই তার পাঁজরে ব্যাথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে শরীরের অভ্যন্তরে কোন আঘাত বা সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়।

জানা যাচ্ছে, শত্রুঘ্ন সিনহার শরীরে কিছু সমস্যা পাওযা গেছে।

সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। সেই সঙ্গে বলেন হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/39xp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন