টানা আট দিনের লড়াই শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে ফিরলেও আপাতত বিশ্রামে আছেন ৯০ বছর বয়সী এ অভিনেতা।
গত ৮ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে প্রেম চোপড়াকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। কয়েকদিনের ধারাবাহিক চিকিৎসার পর অবশেষে সাড়া দেন তিনি।
গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। বাড়ি ফেরায় স্বস্তি ফিরে এসেছে সবার মনে।
বলিউডে খলচরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পাওয়া প্রেম চোপড়া সর্বশেষ রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেন। তার জামাতা বিকাশ জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে এখনো কিছুটা সময় লাগবে।
