English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

হুমায়ূন স্যারের কাজের বাইরে আমার ছেলে-মেয়ে এই প্রথম কোনো কাজের প্রশংসা করল: এজাজুল

- Advertisements -

ডা. এজাজুল ইসলাম। ভিজিট ফি কম নেন বলে তাকে সবাই ‘গরীবের ডাক্তার’ বলে ডাকেন। তবে চিকিৎসক হিসেবে তিনি মানুষের কাছে যতটা পরিচিত তার চেয়ে বেশি পরিচিত অভিনেতা হিসেবে। অনেকদিন অভিনয়ের বাইরে থাকলেও ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ ছবিতে ‘সিগন্যাল ভাই’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

চিকিৎসা পেশা নিয়ে পুরোপুরি ব্যস্ত থেকেও নিতান্তই শান্তির জায়গা থেকে অভিনয়ে জন্য সময় বের করেন বলে জানালেন ডা. এজাজ।

তিনি বলেন, ‘অভিনয়টা পুরোপুরি শান্তির জায়গা থেকে করি। আমি অভিনয় করে শান্তি পাই। রোগী দেখেও শান্তি পাই। আরেকটা কাজ করে শান্তি পাই, তা হচ্ছে সংসার। বাসায় যখন বউ–বাচ্চাদের কাছে ফিরি, তাদের সঙ্গে কথা বলি, অন্য রকম শান্তি কাজ করে। এই তিন মিলিয়ে আমার জীবন। তিনটাতেই আল্লাহপাক আমাকে এখনো শান্তিতে রেখেছেন।’

স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে এজাজের পরিবার। স্ত্রী লুৎফুন নাহার সিদ্দিকা গৃহিণী। বড় মেয়ে তাসফিয়া এজাজ, ছোট মেয়ে তাসনুভা এজাজ। দুজনই চিকিৎসক। বড় ছেলে শাহ মোহাম্মদ আবদুর রাফেও চিকিৎসক। ছোট ছেলে শাহ মোহম্মদ আবু বাকার সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ে এমফিল করছে। এবার ঈদে মুক্তি পাওয়া রাজকুমার ছবিটিও দেখেছেন তারা।

ছবিটি দেখে পরিবারের প্রতিক্রিয়া বলতে গিয়ে এজাজ বলেন, “আমার বড় মেয়ে তো চিকিৎসক। সে সাধারণত হুমায়ূন স্যারের কাজের বাইরে আমার অভিনয়ের প্রশংসা কখনোই করে না। ওরা কয়েকজন মিলে ‘রাজকুমার’ দেখেছে। দেখার পর এই প্রথম হুমায়ূন স্যারের বাইরে কোনো কাজের প্রশংসা করল। বলেছে, ‘রাজকুমার’–এ তোমার অভিনয় ভালো হইছে।”

নতুন ছবিতে কাজের বিষয়ে তিনি জানালেন, ‘নতুন কোনো ছবির কাজের সঙ্গে যুক্ত হইনি। কয়েকদিন আগে ‘রাজকুমার’ দেখা শেষে আমার অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে, অনিমেষ আইচদা বললেন, নভেম্বরে একটা ছবির শুটিং করবেন। আমার জন্য একটা চরিত্র রাখবেন। তার সেই ছবিটি অবশ্যই করব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0vql
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন