English

31 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
- Advertisement -

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্রেয়াস

- Advertisements -

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৪৭ বছর বয়সী শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ অভিনেতার পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘শ্রেয়াস সুস্থ হয়ে উঠছেন। আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ করছি।’

জানা গেছে, গতকাল সারাদিন শুটিং করেন শ্রেয়াস। সারাদিনই ভালো ছিলেন, সেটের সহকর্মীদের সঙ্গে মজাও করেছেন। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন তিনি। শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রীকে বলেন, তার অস্বস্তি হচ্ছে। পরে তাকে তার স্ত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শ্রেয়াস হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

হিন্দি এবং মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস। পাশাপাশি তার সিনেমা বক্স অফিসেও সাড়া ফেলে। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেয়াস তালপাড়ে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন