English

29.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

১৬ বছরের বেলি ডান্সারের ভক্ত প্রিয়াঙ্কা

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ১৬ বছরের কিশোরীর বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, ওই অনবদ্য বেলি ডান্স দেখে মুগ্ধ পিগি চপস। যার ভিডিও শেয়ার করেছেন, সেই কিশোরীর নাম লাবণ্য দাস মানিকপুরী।

ভিডিওতে লাবণ্যকে দেখা যায় বলিউডের ক্লাসিক গান ‘পিয়া তু আব তো আজা’-র তালে বেলি ডান্স করতে, মুখে স্নিগ্ধ হাসি।

ভিডিওটি ছিল সাদাকালো টোনের, প্রায় এক মিনিটের কাছাকাছি তার দৈর্ঘ্য। ছত্তীসগড়ের বাসিন্দা লাবণ্য নিজের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লাবণ্য লিখেছেন, ‘আরও প্র‍্যাকটিস করতে হবে।’

সেই সরল অথচ নিখুঁত পারফরম্যান্সই চোখে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি কোনও ক্যাপশন ছাড়াই ভিডিওটি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

সেই খবর জানতে পেরে উপচে পড়েছে লাবণ্যর খুশি। তার কথায়, ‘আমি যেন স্বপ্ন দেখছি’।

তারপর লাবণ্যর ভিডিওর কমেন্ট সেকশনেও দেখা গেছে পরিচিত মুখদের প্রশংসা। অভিনেত্রী অবনীত কৌর দিয়েছেন লাল হার্ট ও আগুনের ইমোজি। এলি এভরাম লিখেছেন, ‘অসাধারণ’।

একজন লিখেছেন, ‘এই লেভেলের নিখুঁত হওয়ার পর্যায়ে পৌঁছতে নিজেকে কতটা তৈরি করেছ তুমি! প্রতিটা স্টেপ যেন প্রতিটা বিটে মিলে গেছে। একদম নিখুঁত।’

আরও একজন মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া নিজে এটা স্টোরিতে শেয়ার করেছেন, ভাবা যায়! ওই স্টোরি দেখেই সোজা আমি এই প্রোফাইলে এলাম।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/43un
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন