English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
- Advertisement -

২০২৬ সালে নতুন পরিকল্পনা সামান্থার

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। সেই কথা প্রকাশ্যে বলেছিলেনও তিনি। কিন্তু ২০২৬ সাল নিয়ে অন্য রকমের পরিকল্পনা কথা ভাবছেন অভিনেত্রী। জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না তিনি। সেই জায়গায় শান্তি খুঁজে পেতে চান। আগামী বছর এমনই কিছু পরিকল্পনার কথা ভেবে রেখেছেন সামান্থা রুথ প্রভু।

নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে সামান্থা জানিয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে তিনি নতুন বছরে মন দেবেন। জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে চান। সেই সঙ্গে সুস্বাস্থ্যের জন্য যা যা করণীয়, তা করবেন তিনি। কাছের ও মূল্যবান সম্পর্কগুলোতে আরও বেশি করে মন দেবেন অভিনেত্রী। নিজের মনের কথা শুনবেন। এমন কিছু কাজ করবেন, যার স্থায়িত্ব রয়েছে। কারণ ও উপলক্ষ নিয়ে সবটা করবেন।

সামান্থা বলেন, জীবনে সমতা ও মনের ভেতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্য, খ্যাতি ও উত্তেজনার ওপরে তিনি মানসিক শান্তিকে রাখতে চান। ২০২৬ সালে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, একজন ভালো মানুষ হিসাবে উন্নতি করতে চান বলে জানান সামান্থা।

উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার নির্মাতা রাজ নিদিমোরুকে। ১ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। এর আগে ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন অভিনেত্রী। ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন সামান্থার সাবেক স্বামী নাগ চৈতন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1hmp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন