English

30 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

৩৫ কোটি টাকার প্রস্তাব ফেরালেন প্রভাস-মহেশ

- Advertisements -

নাসিম রুমি: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা অভিনেতা প্রভাস ও মহেশ বাবু। আলাদা আলাদাভাবে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তারা। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অর্থ, যশ-খ্যাতিও পেয়েছেন। নীতিগত জায়গায় আপসহীন এই দুই তারকা। মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে তারই প্রমাণ দিলেন তারা।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, সম্প্রতি একটি রিয়েল এস্টেট কোম্পানি তাদের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব দেন ‘বাহুবলি’ তারকা প্রভাসকে। ৩ দিন শুটিং করবেন। আর পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৬৫ লাখ টাকা)। কিন্তু প্রভাস সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। বিজ্ঞাপনে কাজ করতে ইচ্ছুক নন প্রভাস। বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনে আপত্তি। কারণ এটি খুবই ঝুকিপূর্ণ ব্যবসা।

প্রভাসকে না পেয়ে প্রতিষ্ঠানটি যোগাযোগ করে মহেশ বাবুর সঙ্গে। সিনেমার পাশাপাশি অনেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন মহেশ বাবু। কিন্তু মহেশ বাবু একই প্রস্তাব প্রত্যাখান করেন। কারণ কোম্পানির কোনো একটি প্রজেক্ট ব্যর্থ হলে সমস্যা হবে। এতে করে ক্যারিয়ারের ক্লিন ইমেজে দাগ লাগবে। ফলে মহেশ বাবুও ৩৫ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন।

এর আগে বেশ কজন তারকা রিয়েল এস্টেট কোম্পানিতে যুক্ত হয়ে আইনি জটিলতায় পড়েছেন। ফলে এ বিষয়ে খুবই সচেতন প্রভাস-মহেশ।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে রয়েছে পাঁচটি সিনেমার কাজ। এগুলো হলো— ‘কানপা’, ‘দ্য রাজা সাব’, ‘ফৌজি’, ‘সালার টু’।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এটি পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা।

মহেশ বাবুর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা এটি। সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি রুপির বেশি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n23b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন